ভারত ছাড়ো আন্দোলন কত তারিখে কোথায় শুরু হয়(psc-part-6)

   
 

       ভারত ছাড়ো আন্দোলন কত তারিখে কোথায় শুরু হয়            এবং 'ভারত ছাড়ো' প্রস্তাব


         ভারত ছাড়ো আন্দোলন কত তারিখে কোথায় শুরু হয়?
         উঃ- 1942 সালের 8ই অগাস্ট বোম্বেতে।
         ভারত  ছাড়ো আন্দোলন হল-
        উঃ-ক্রিপস মিশনের ব্যর্থতার ফল।
        1949 সালে 36তম সংশোধনের দ্বারা কোন রাজ্যের সূষ্টি হয়?
         উঃ- সিকিম।
        ভারতের 24তম রাজ্য হিসাবে কোনটি স্বীকূতি পায়?
        উঃ- অরুনাচল প্রদেশ।
        ক্রিসিল কি?
        উঃ- একটি ক্রেডিট রেটিং এজেন্সি।
        সেবি হল একটি?
        উঃ- বিধীসম্মত সংস্থা।
        ভূদান আন্দোলন কে শুরু করেন?
        উঃ- বিনোবা ভাবে।
 
        সূযাস্ত শিল্প কোন শিল্পকে বলে?
        উঃ-পাট।
        পাঞ্জাবে ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় কোন সালে?
        উঃ-1951
        "Economics is what Economists do"- কে বলেন?
         উঃ- জ্যাকব ভাইনার।
         আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
         উঃ- জে. এম. কেইন্স।
         হলুদ বর্ণকে বর্ণালীর কোন বর্ণ বলে?
         উঃ- মর্ধ বর্ণ।
   

       কংগ্রেসের কোন অধিবেসনে 'ভারত ছাড়ো' প্রস্তাব নেওয়া হয়?

       উঃ-বোম্বাই।
       ফিউজ তার কী দিয়ে তৈরী?
       উঃ- টিন ও সীসা।
       ওয়াট ঘন্টা দিয়ে আমরা কি পরিমাপ করি?
       উঃ- তড়িত শক্তি।
       ইবন বতুতার রচিত গ্রন্থটির নাম কি?
       উঃ- কিতাব উল- রেহালা
       আইন -ই- আকবরী রচনা করেন?
       উঃ- আবুল ফজল।
        তহকিক- ই- হিন্দ কে রচনা করেন?
        উঃ- আলবিরুনী, আরবী ভাষায়।
        ইতিহাসের সময় আনুসারে নীচের রাজবংশগুলির আর্বিভাবের সঠিক সময়ক্রম কোনটি?
        উঃ- হষঙ্ক-শৈশু্নাগ- নন্দ- মৌর্য- গুপ্ত বংশ
        লবন সত্যাগ্রহের প্রকূত উদ্দেশ্য হল-
        উঃ-ভারতের পূর্ণস্বরাজ।
        আধুনিক মনু (Modern Manu) বলে কাকে মানা হয়?
        ডা.বি. আর .আম্বেদকর।
        চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কী বদল হবে?
        উঃ- কমবে।
        কুষাণরা ছিল -
        উঃ-যাযাবর ইউ -চি জাতি।

         ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা' কাকে বলা  হয়?

         উঃ- অরুনা আসফ আলি।

         ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠীত হয় পশ্চিমবঙ্গের কোথায়?
          উঃ-তমলুকে।



        ভারত ছাড়ো আন্দোলনকে জনসাধারনের তাৎক্ষনিক উন্মাদনা বলে অভিহিত করেন কে?
        উঃ- জওহরলাল নেহেরু।
        ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জাগরি উপন্যাসের রচয়িতা হলেন কে?
        উঃ- সতীনাথ ভাদুরী।
       কোন আন্দোলনের সময় চাব্বি মল্যারাজ কায়েম হয়?
       উঃ- ভারত  ছাড়ো আন্দোলন।
        ভারত ছাড়ো আন্দোলনের সময় হিন্দুস্থান রেড আর্মি কোথায় গঠিত হয়?
        উঃ- নাগপুরে।
        একটি বস্তকে চাঁদে নিয়ে গেলে ওর ওজন-
        উঃ-কমে।
        অশোকের শিলালিপিগুলি কোন লিপি ও ভাষায় রচিত-
        উঃ- ব্রাক্ষ্মি লিপিতে, প্রাকূত ভাষায়।
       বৌদ্ধ ধর্ম 'ত্রিপিটক' রচিত হয়-
       উঃ- পালি ভাষায়।
       নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে?
       উঃ- রনজিৎ সিংহ।
       পলিগার বিদ্রোহ কোথায় হয়?
        উঃ-মাদ্রাজ।



Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?