ম্যাপেলপাতার দেশ কোন স্থানকে বলা হয়(PSC-GK-PART-14)

       
       

      

     ম্যাপেলপাতার দেশ কোন  স্থানকে বলা হয়  

         উঃ-কানাডা।


         প্রাসাদ নগরী কোন স্থান কে বলে ?
         উঃ-কলকাতা।
       
         বাংলার দুঃখ নামে পরিচিত ?
         উঃ-দামোদর নদ।
     
         ভারতের রুঢ় কোন স্থান কে বলে ?
         উঃ-দুর্গাপুর।
       
        ভারতের প্রবেশদ্বার বা বাণিজ্যিক রাজধানী ?
        উঃ-মুম্বই।
     
        ভারতের আখরাজ্য কোনটি ?
        উঃ-উত্তরপ্রদেশ।
     
       উদ্যান নগরী কোন স্থান কে বলে ?
       উঃ- লখনউ।
       
      মন্দিরের শহর কোন স্থান কে বলে ?
      উঃ-বারানসী।
     
     দক্ষিণের ভারতের ধানভান্ডার কোন স্থান কে বলে ?
     উঃ-তামিলনাডু।
     
     এশিয়ার রোম কোন স্থান কে বলে ?
     উঃ-দিল্লী।
     
     সবুজ নগরী কোন স্থান কে বলে ?
     উঃ-চেন্নাই।
   
     ভারতের বিজ্ঞান নগরী কোন স্থান কে বলে ?
     উঃ-বেঙ্গালরু।
   
     সিটি অফ লেকস ?
     উঃ-হায়দ্রাবাদ।
   
     ভারতের ম্যাঞ্চেস্টার কোন স্থান কে বলে ?
     উঃ-আমেদাবাদ।
   
     দুগ্ধ নগরী কোন স্থান কে বলে ?
     উঃ-আনন্দ (গুজরাট)
     
     মক্কার দার কোন স্থান কে বলে ?
     উঃ-সুরাট।
   
     কমলালেবুর শহর নামে পরিচিত ?
     উঃ-নাগপুর।
   
    আরবসাগরের রাণী নামে পরিচিত ?
    উঃ- কোচিন।
 
   ভূস্বর্গ কোন স্থান কে বলে ?
   উঃ-কাশ্মীর।
 
   সিটি অফ গোল্ডেন টেম্পল ?
   উঃ-অমৃতসর।
 
   সবুজদ্বীপ কোন স্থান কে বলে ?
   উঃ-আন্দামান দ্বীপপুঞ্জ।
   
   দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত ?
   উঃ-মাদুরাই।
 
   দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত ?
   উঃ- কাবেরী। 
 
   গোলাপী শহর  নামে পরিচিত ?
   উঃ-জয়পুর।
 
   পঞ্চনদের দেশ নামে পরিচিত ?
   উঃ-পাঞ্জাব।
 
    স্বর্ণরেণু নদী নামে পরিচিত ?
    উঃ-ইয়াং সি কিয়াং।
 
    চিনের দুঃখ নামে পরিচিত ?
    উঃ- হোয়াংহো।
   
    চিনের ধানভান্ডার নামে পরিচিত ?
    উঃ-হুনান প্রদেশ।
   
    চিনের ইস্পাত নাগরী কোন স্থান কে বলে ?
    উঃ-আনসান।
   
    উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত ?
    উঃ-জাপান।
   
    ভূমিকম্পের দেশ নামে  পরিচিত ?
    উঃ-জাপান।
   
    প্রাচ্যের ব্রিটেন কোন স্থান কে বলা হয় ?
    উঃ-জাপান।
   
    মসজিদের শহর  নামে  পরিচিত ?
    উঃ-ঢাকা।
 
    প্রাচ্যের ডান্ডি কোন স্থান কে বলা হয় ?
    উঃ-নারায়ণগঞ্জ।
   
     দারুচিনির দ্বীপ  নামে  পরিচিত ?
     উঃ-শ্রীলঙ্কা।
   
     চিরন্তন নগরী নামে  পরিচিত ?
     উঃ-রোম।
   
    নিষিদ্ধ নগরী নামে  পরিচিত ?
    উঃ-লাসা (তিব্বত)।
   
    শান্তির শহর কোন স্থান কে বলা হয় ?
    উঃ-ইসলামাবাদ।
   
    সাদা হাতির দেশ কোন স্থান কে বলা হয় ?
    উঃ-থাইল্যান্ড।
   
    বজ্রপাতের দেশ  নামে পরিচিত ?
    উঃ-ভূটান।
 
    সহস্র হ্রদের দেশ নামে পরিচিত ?
    উঃ-ফিনল্যান্ড।
   
    ম্যাপেলপাতার দেশ নামে পরিচিত ?
    উঃ-কানাডা।
   
    হাজার হাতির দেশ নামে পরিচিত ?
    উঃ-লাওস।
   
    সাধুদের দেশ কোন স্থান কে বলা হয় ?
    উঃ-কোরিয়া।
 
    সকালে শান্তির দেশ নামে পরিচিত ?
    উঃ-কোরিয়া।
   
    নিশীথ সর্যের দেশ নামে পরিচিত ?
    উঃ-নরওয়ে।
   
   ভূমধ্যসাগরের চাবি নামে পরিচিত ?
   উঃ - জিব্রাল্টার।
 
   রুপোর শহর নামে পরিচিত ?
   উঃ -ব্রোকেনহিল।
 
   স্বর্ণশহর নামে পরিচিত ?
   উঃ -জোহানেসবার্গ।
   
   বাশঁ ও কাগজের গাছ ?
   উঃ -টোকিও।
 
   চিরবসন্তের নগরী  নামে পরিচিত ?
   উঃ -কুইটো (উত্তর আমেরিকা)।
 
   অট্টালিকার শহর নামে পরিচিত ?
   উঃ -নিউ ইয়র্ক
 
   ইউরোপের ককপিট নামে পরিচিত ?
   উঃ -বেলজিয়াম।
 
  অন্ধকার মহাদেশ নামে পরিচিত ?
  উঃ -আফ্রিকা।
 
  পান্নার দ্বীপ কোন স্থান কে বলা হয় ?
  উঃ -আয়ারল্যান্ড।
 
  নীলনদের আর্শীবাদ কোন স্থান কে বলা হয় ?
  উঃ -মিশর।
 
  পবিত্র ভূমি কোন স্থান কে বলা হয় ?
   উঃ -জেরুজালেম।
 
   পোপের শহর নামে পরিচিত ?
    উঃ -ভাটিকান সিটি।
 
   বাতাসের শহর নামে পরিচিত ?
   উঃ -শিকাগো।
 
   পিরামিডের দেশ নামে পরিচিত ?
   উঃ -মিশর ।
 
   পৃথিবীর ছাদ নামে পরিচিত ?
    উঃ -পামির মালভূমি।
   
   প্রাচিরের দেশ নামে পরিচিত ?
   উঃ -চিন।
 
   মুক্তোর দ্বীপ নামে পরিচিত ?
   উঃ -বাহরিন।
 
   সমূদ্রের বধূ নামে পরিচিত ?
   উঃ -গ্রেট ব্রিটেন ।
 
   সোনার অন্তঃপুর কোন স্থান কে বলা হয় ?
   উঃ -ইস্তানবুল।
 
   বাজারের শহর নামে পরিচিত ?
   উঃ -কায়রো।
 
   গ্রানাইট পাথরের দেশ ?
   উঃ -স্কটল্যান্ড।
 
 
 

 
   
 

       

Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?