সংবিধানের দলত্যাগ বিরোধী আইন (psc-gk-part-8)

  কত তম সংবিধান সংশোধনীকে 'মিনি রিভেশন        অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়'?

  উঃ- 42তম সংশোধন।

  রোহনী অভিযোজন কোন উদ্ভিদের দেখা যায়?
  উঃ- মটর।

 'ফেসবুক' প্রথম কবে চালু হয়?
  উঃ- 2004 সালের 4th Feb।

  কোন নদী সবচেয়ে বেশী জলবহন করে সাগরে        পড়েছে?
  উঃ- আমাজন।

  ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
  উঃ- ইতালি।

  ভোগলা নদী কোথায় পড়েছে?
  উঃ- কাস্পিয়ান সাগরে।

  তামার দেশ নামে কোন দেশ পরিচিত?
  উঃ- জাম্বিয়া।

 ভারতের সংবিধানের কোন ধারা ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ? শিক্ষা বিষয়টি কোন তালিকার     অন্তর্ভু্ক্ত?
 উঃ-যুগ্ম তালিকা।

 পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়?
 উঃ- উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে।

 প্রশস্ত কী?
 উঃ- রাজার প্রশংসাত্মক উক্তি বা লেখা।

 বিশ্ব রক্তদাতা দিবস কোনটি?
 উঃ- 14 জুন।

 বিলাতযাত্রীর পত্র কার লেখা?
 উঃ- স্বামী বিবেকানন্দ।

 সামনে চামেলী গল্পটির লেখক কে?
 উঃ- জ্যোতিরিন্দ নন্দী।

 পৃথিবীর গতি কত?
 উঃ- ঘন্টায় 66 হাজার মাইল।

 ভূপৃষ্ঠে কটি চাপ বলয় আছে?
 উঃ- 7টি।

 বছরের কোন দুটি তারিখ দিন ও রাত্রি সমান হয়?
 উঃ- 21 শে মার্চ ও 23 শে সেপ্টেম্বর।

 বিষুব কথাটির অর্থ কি?
 উঃ- সমান দিন রাত্রি।

 দলত্যাগ বিরোধী আইন

 দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন     সংশোধনীতে করা হয়?
 উঃ- 52 তম।

 'আন্নাকালী পাকড়াশী' কার ছদ্মনাম?
  উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

  জাতীয় পতাকার তিনটি রং গৃহীত হয়েছে কত        সালে?
  উঃ- 1931 সালে।

 জনসংখ্যার বিচারে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের   স্থান কত?
 উঃ- চতুর্থ।

 ভারতের রুশো বলা হয় কোন মহাপুরুষকে?
 উঃ- স্বামী বিবেকানন্দ।

 'ম্যারিনা বিচ' কোন শহরে  অবস্থিত?
  উঃ- চেন্নাই।

  রেণু  কোন জননের একক?
  উঃ- অযৌন জনন।

  s.p. গুপ্তা কমিটি কীসের সঙ্গে যুক্ত?
  উঃ- বেকারত্ব।

  স্যালক টীকা কোন রোগের প্রতিষেধক?
  উঃ- পোলিও।
   

  ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ

  সংবিধানের কোন ধারা ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ?


  কততম সংবিধান সংশোধন অনুযায়ী লোকসভার        সদস্যসংখ্যা 525 থেকে  545 করা হয়?
  উঃ- 31 তম।

  কত বছর পর পর লোক গণনা হয়?
  উঃ- 10 বছর।

  জাতক কি? 
  উঃ- বুদ্ধদেবের বিভিন্ন পূর্বজন্মের কাহিনী।

  ভারতের কোন বিজ্ঞানী লোকসভার সদস্য হন?
  উঃ-মেঘনাদ সাহা(1952 সালে)।

  বায়ু যে মিশ্র পদার্থ, তা প্রথম কে প্রমাণ করেন?
  উঃ- ল্যাভয়সিয়ে।

  পেনগঙ্গা,ওয়ার্ধা ও বেনগঙ্গার মিলিত প্রবাহের নাম      কি?
  উঃ- প্রংহিতা।

  দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত?
  উঃ- কাশ্মীর।

  ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
  উঃ- রাজস্থান।

  ভারতের দ্বিতীয় রাজধানী নামে বিখ্যাত শহর          কোনটি?
  উঃ- দেরাদুন।

  সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার
  
   সংবিধানের কত তম সংশোধনে সম্পত্তির             অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া       হয়?
   উঃ- 44 তম।

   সূর্যের দক্ষিণায়ন শুরু হয় কবে?
   উঃ-21 শে জুন।

   প্রতি মিনিটে ফুসফুস থেকে রক্তে গহীত মোট         অক্সিজেনের পরিমান কার সাহায্যে নির্ণয় করা         হয়?
   উঃ- ডগলাস থলির মাধ্যমে।

   ভারতের কোন জাতীয় সড়কটি গ্রান্ড ট্র্যাঙ্ক রোড       নামে পরিচিত?
   উঃ-N.H.2

   ওজোন গ্যাসের বর্ণ কি?
   উঃ- নীল।

   পৃথিবীর বৃহওম হ্রদ কি?
   উঃ- কাস্পিয়ান সাগর।

   পৃথিবীর গভীরতম হ্রদ কি?
   উঃ- বৈকাল হ্রদ।

   পৃথিবীর দীর্ঘতম হ্রদ কি?
   উঃ- আফ্রিকার টাঙ্গানিকা।

    কোন রাষ্টের সংবিধানের অধিক প্রভাব

 ভারতীয় সংবিধানের ওপর সর্বাধিক কোন রাষ্টের       সংবিধানের অধিক প্রভাব দেখা  যায়?
 উঃ-ব্রিটেন।

 'ঝু -ঝেন- দান' কে ছিলেন?

  উঃ- চিনা ভাষায় রবীন্দ্রনাথের নাম।

  কঠিন ধাতু কোন পদ্ধতিতে উওপ্ত হয়?

  উঃ- পরিবহন।

  টাইপরাইটার কে আাবিষ্কার করেন?

  উঃ- শোলেজ।

  'ফাদার অফ স্প্যারো' কার আত্মজীবনী?

   উঃ- সেলিম আলি।

   পারণ কোষ কোথায় দেখা যায়?

   উঃ- অন্তঃস্তকের কোষে।

   'রিপালসন দশা' কোনটি?

    উঃ- অ্যানাফেজ।

    অদৃশ্য কালি কাকে বলে?

    উঃ- গাঢ় নাইট্রিক অ্যাসিড।

   OPEC সংস্থাটি গঠিত হয় কত সালে?

   উঃ- 1960 সালে।

   'মার্বেল রক'কোন শহরের কাছে অবস্থিত?

   উঃ-জব্বলপুর।

   'ভারতের অ্যাটিলা 'নামে কাকে ডাকা হয়?

   উঃ- মিহিরগুল।

   ফ্রেম কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

   উঃ- বিলিয়ার্ড।

   হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন?

   উঃ- নবগোপাল মিত্র।


      
      




  
   


Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?