বিভিন্ন পরিমাপক যন্ত্র ও অন্যান্য যন্ত্রের ব্যবহার (psc-gk-part-11)


   
 

   বিভিন্ন পরিমাপক যন্ত্র ও  অল্টিমিটার কি-

     অল্টিমিটার কি পরিমাপে ব্যবহৃত হয় ?
     উঃ-উচ্চতা মাপার যন্ত্র।
     
     সাগরমাতা কি ?
     উঃ-নেপালীরা এভারেস্টকে সাগরমাতা বলে।

     বূহৎ ভয়ঙ্কর জলপ্রপাতকে কী বলা হয়?
     উঃ-ক্যাট্যারাক্ট।
     
     ছোটো জলপ্রপাতকে কী বলা হয়?
     উঃ-র‍্যাপিড।
     
     ভারতের সামরিক শহর কোন শহরের ডাক নাম?
     উঃ- মিরাট।
    
     স্যাল্ক টিকা কোন রোগের প্রতিষেধক ?
     উঃ-পোলিও।
    
    কোন উত্তর-পূর্ব ভারতীয় রাজ‍্যের অপর নাম পূর্বের সুইৎজারল্যান্ড?
    উঃ- নাগাল্যান্ড।
     
      
     

    অ্যামোমিটার এর ধারনা-


     অ্যামোমিটার কি ?
     উঃ-বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণায়ক যন্ত্র।
    
     পৃথিবীর তাপমন্ডল নির্ণয়ে কোন রেখার প্রয়োজন ?
     উঃ-অক্ষরেখা।
     
     গুজরাতের অগভীর জলাভূমিকে কী বলে?
     উঃ-রণ।
     
     জাপানের প্রবল ঘূর্ণিঝড়ের নাম কি?
     উঃ-টাইফূন।
      
     আন্ধ্রাপ্রদেশের 'ঘামাম'  কি জন্য বিখ্যাত ?
     উঃ-আকরিক লোহার জন্য।
     
     ভারতের বৃষ্টিপাতকে কোন বায়ু নিয়ন্ত্রণ করে ?
     উঃ-দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
    
     কোন দিন পৃথিবী থেকে সূর্যের দুরত্ব সর্বাধিক?
     উঃ-4 জুলাই।
    
     কত সালে হিমাচল প্রদেশ একটি রাজ্যের স্বীকৃতি পায় ?
     উঃ-1966 সালে।
     
     "বাবলি প্রকল্প " কোন নদীর ত্তপর অবস্থিত ?
      উঃ-গোদাবরী।
     
      শিলাময় ভূমিকে কী বলে ?
      উঃ-হামাদা।
      
      ডুয়ার্সের স্থানীয় নাম কি ?
      উঃ-মোরং।
       
      রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল কি ?
      উঃ-ব্যাসল্ট।
       
     স্রোত কী ধরনের মেঘের সৃষ্টি করে ?
     উঃ-কিউমুলোনিম্বাস ।

     দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় তৈরী ?
    উঃ-ব্যাসল্ট।

    পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে ?
    উঃ-4 জুলাই।
   
    ভাগীরথী নদী অলকান্দার সঙ্গে কোথায় মিলিত হয় ?
    উঃ-দেবপ্রয়াগ।
   
    কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে  প্রবাহিত হয় ?
    উঃ-দামোদর।
  
    সিয়াচেন হিমবাহ কোন পর্বশ্রেনিতে অবস্থিত ?
    উঃ-কারাকোরাম রেঞ্জ।
   
    গান্ধিনগর বাধঁ কোন নদীতে অবস্থিত ?
    উঃ-চম্বল।
    
  
      Comonwealth Day
   

    অ্যানেমোমিটার -

    অ্যানেমোমিটার কি পরিমাপে কাজে লাগে ?
    উঃ-বায়ুর গতিবেগ মাপা ও দিক নির্দেশের যন্ত্র।

    ভারতের কোথায় ফটোকেমিক্যাল শিল্প রয়েছে ?
    উঃ-বরোদা।
  

    ব্যারোমিটার কোন কাজে ব্যবহ্যত হয় ?
    উঃ-বায়ুচাপ মাপার কাজে।
     
    21 শে  জুন তারিখকে কী বলা হয় ?
     উঃ-কর্কট সংক্রান্তি।
     
     22 শে ডিসেম্বর তারিখকে কী বলা হয়?
     উঃ-মকর সংক্রান্তি।
       
     উওর গোলার্ধের মেরুজ্যোতির নাম কি ?
     উঃ-সুমেরুপ্রভা।
     
     অক্ষরেখার অপর নাম কি ?
     উঃ-সমাক্ষরেখা।
      
     পৃথিবীর সর্বোচ্চ অক্ষাংশ কত ?
      উঃ-90 ডিগ্রী উওর ও দক্ষিণ।
       
      নিরক্ষরেখার অক্ষাংশ কত ?
      উঃ-০ ডিগ্রী ।
       
     মূলমধ্যরেখার মান কত ?
      উঃ-০ ডিগ্রী ।
       
     সবচেয়ে বড় সমাক্ষরেখা কি ?
      উঃ-নিরক্ষরেখা।
       
     পৃথিবীর সর্ববৃহত বৃও কোন রেখাকে বলা হয় ?
     উঃ-নিরক্ষরেখা।
        
     ক্যালোরিমিটার কি ?
     উঃ-খ্যাদ্যের তাপ পরিমাপক যন্ত্র।
  
     ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ (ইসিজি) কোন কাজে ব্যবহ্যত হয় ?
     উঃ-হার্টবিটের মাধ্যমে হার্টের সমস্যা নিরূপণ  যন্ত্র।

    গ্যালভ্যানোমিটার-
   
    গ্যালভ্যানোমিটার কি ?
    উঃ-বিদ্যুৎ মাপার যন্ত্র।
   
    কেসু হল কি ?
    উঃ-কেরালার শিলাঞ্চল।
    
   জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থ্যক কত ?
   উঃ-প্রায় 6 ঘন্টা
   

   লাইকেন কি ?
   উঃ-একপ্রকার তুন্দ্রা উদ্ভিদ।
   
   ভারতের রোম কাকে বলা হয় ?
   উঃ-দিল্লী।
   
   হাইড্রোমিটার কি?
   উঃ-তরলের ঘনত্ব মাপার যন্ত্র।

   হাইড্রোস্কোপ কি ?
   উঃ-জলের নিচে দেখার যন্ত্র।

   ম্যানোমিটার কি ?
   উঃ- গ্যাসের চাপ মাপার যন্ত্র।

   মেগাফোন কি ?
   উঃ-শব্দ বিস্তারের যন্ত্র।

Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?