কুইনাইন কী কোথায় পাওয়া যায় এবং বিভিন্ন উপক্ষার এর উৎস(PSC-GK-PART-9)

 

     কুইনাইন কী কোথায় পাওয়া যায় এবং বিভিন্ন  উপক্ষার           এর  উৎস ও ব্যবহার এবং কার্যকারিতা

    
    

      কুইনাইন(উপক্ষার) সিঙ্কোনার ছালে পাওয়া যায় এবং ম্যালেরিয়ার উপসমে কাজে লাগে।
    
     উদ্ভিদের কোশপ্রাচীর গঠিত হয় কি দিয়ে ?
     উঃ-সেলুলোজ দিয়ে।

     
     উদ্ভিদ মাটির নীচের  কোন জল শোষন করে?
     উঃ-কৌশিক জল।

   
    উদ্ভিদের জল সংবহন সাধিত হয়?
    উঃ- জাইলেম কলার মাধ্যমে।

   
    উদ্ভিদের বৃদ্ধি কিসে পরিমাপ করা হয়?
    উঃ-অক্সানোমিটার।

  
    উদ্ভিদের কান্ডের দৈর্ঘের বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
    উঃ-আর্ক ইন্ডিকেটর।

  
   লেবু বা বেল গাছের পাতা আসলে কি?
   উঃ-পাতা।


   গাছের পাতা পাতলা ও হলদে হয় কেন?
   উঃ-নাইট্রোজেনের অভাবে।

  
   উদ্ভিদ দেহে ফসফরাসের অভাবে কী হয়?
   উঃ-উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় না ও পাতার রঙ নীলাভ সবুজ হয়ে যায়।

  

   রেসারপিন (উপক্ষার) সর্পগন্ধার মূ্লে পাওয়া যায় এবং উচ্চ রক্তচাপ প্রশমনে     ব্যবহার করা হয়।


   
    উদ্ভিদের  পুষ্টিতে অতিমাত্রিক মৌলিক উপাদান কোনটি?
    উঃ-ম্যাগনেসিয়াম।

   
    দুটি স্থায়ীকলার মধ্যবর্তী ভাজক কলাকে বলে?
    উঃ-নিবেশিত ভাজক কলা।

   
    গাছের কোন অংশে হলুদ থাকে?
    উঃ-কান্ড।

   
    ঝাঁঝি কী ধরনের পুকুরে হয়?
    উঃ-যেখানে নাইট্রোজেনের পরিমান কম হয়।

   
    পটল গাছের মুকুল কোথায় থাকে?
    উঃ-দুই পাতার মাঝে।

   
    উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কূঁকড়ে যায় কীসের অভাবে?
    উঃ-বোরনের অভাবে।

    
    যে নীরস ফল পরিনত হলে ফেটে যায় , তাকে কী বলে?
    উঃ- বিদারী ফল।
    
    যে গাছে দু রকমের পাতা হয় , সেই অবস্থাকে বলে ?
    উঃ-দ্বিরূপপত্র।

   
    সূর্যরশ্মির কোন তরঙ্গে সালোকসংশ্লেষ সবথেকে ভালো হয়?
    উঃ-400nm-700nm।


    অ্যট্রোপিন (উপক্ষার) বেলেডোনার মূল ও পাতায় পাওয়া যায় এবং তারারন্ধ্র প্রসারণে                        ব্যবহার হয়।

   
    পেয়াঁজ হল এক ধরনের পরিবর্তিত কি?
    উঃ-কান্ড।

    
    ভাইরাসের দেহের বহিঃআবরণকে বলা হয়?
    উঃ-ক্যাপসিড।


    ছত্রাকের কবল থেকে খাদ্যশস্যকে রখা করার সহজতম পদ্ধতি কী?
    উঃ- সূর্যের তাপে শুকিয়ে নেওয়া।


    গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম কি?
    উঃ- ভলভক্স ও ডায়াটম।


    মিষ্টি আলু এবং গোল আলু কোন দিক থেকে সদৃশ?
    উঃ- সঞ্চিত খাদ্য।


    কোন উদ্ভিদজাত রেচন পদার্থে কার্বন থাকে?
    উঃ- ট্যানিন।


    ক্লোরোফিলযুক্ত এককোষী উদ্ভিদকে কী বলে?
    উঃ- অ্যালগি।


    কিউটিকলহীন ত্বক দেখা যায় গাছের কোথায় ?
    উঃ-মূ্লে।


    নিকোটিন (উপক্ষার ) তামাক গাছের পাতায় পাওয়া যায় ও উওেজনা বৃদ্ধি করতে সাহায্য করে।


    কোন বর্ণের আলো সালোকসংশ্লেস প্রক্রিযায় বেশি সহায়তা করে?
    উঃ-নীল।

   
    ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌলটি কি?
    উঃ-ম্যাগনেসিয়াম।

    
    সালোকসংশ্লেসের কোন দশায় জল অত্যাবশ্যক ?
    উঃ- আলোকদশায়।


    আখ রাসায়নিকভাবে কি?
    উঃ-সুক্রোজ।

   
   কোন গাছের 'লোহিত পচন' রোগ হয় ?
   উঃ- আখ।

   
   শর্করায় হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত?
   উঃ-2:1


   মটর ফুল হল একটি -
   উঃ-সম্পূর্ণ ফুল।

   

   ক্যাফিন (উপক্ষার) কফির বীজে পাওয়া যায় ও সাময়িক উদ্দপীক হিসাবে কাজ করে।


    
   গাছ পষ্টিসাধনে প্রোটিন কোথা থেকে পায়?
   উঃ-মাটিতে মিশ্রিত নাইট্রোজেন ঘটিত লবন থেকে।

   
   কোষের মস্তিষ্ককে কী বলা হয় ?
   উঃ-নিউক্লিয়াস।

   
   কোশের শক্তিঘর কাকে বলে?
   উঃ-মাইটোকনড্রিয়া।

    
   র‍্যাফাইড নামক ধাতব কেলাসিত পদার্থ কোন গাছের পাতার বৃন্তের কোশে পাওয়া যায়?
   উঃ-কচুরিপানা।

   
   সর্বাপেক্ষা কোন আলোয় কম সালোকসংশ্লেস হয়?
   উঃ-সবুজ।


   উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে -
  উঃ-কাইনিন।

  
  কোন উদ্ভিদকোষে সেন্ট্রোজোম আছে ?
  উঃ-ঈস্ট।
  
  কোন কলায় সক্রিয় বিভাজন ঘটে ?
  উঃ-ক্যাম্বিয়াম।


  ক্ষরিত পদার্থের ভান্ডার বলা হয় ?
  উঃ-গলগিবডিকে।

  
  টমেটোর লাল রং কিসের উপস্থিতির জন্য হয় ?
  উঃ-লাইকোপিন।

  
  উদ্ভিদের জল সংবহন সাধিত হয় কীসের মাধ্যমে ?
  উঃ-জাইলেম কলার মাধ্যমে।।


  কোন কলাকে পোষক বলা হয়?
  উঃ-প্যারেনকাইমা।


  এমিটিন কি?
  উঃ-এমিটিন(উপক্ষার) ইপিকাকের মূ্লে পাওয়া যায় এবং আমাশয় নিরাময়ে উপশম হয়।

  
  স্ট্রিকনিন কি?
  উঃ- স্টিকনিন(উপক্ষার)নাক্সভমিকার বীজে পাওয়া যায় উদ্দীপকরুপে কাজ করে।

  
  ডেটুরিন কী?
  উঃ- ডেটুরিন(উপক্ষার) ধুতুরার  পাতা ও ফল হাপানীর উপশমে কাজে দেয়।

  
  মরফিন কী?
  উঃ- মরফিন (উপক্ষার) আফিং এর কাচা ফলে পাওয়া যায় যন্ত্রনার প্রশমনে  সাহায্য করে।




Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?