Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?



        Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে 
       পারেন ? 

       উঃ- ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতির 
       অনুমতিক্রমে।

     ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন  
      জারি করা যায়?

       উঃ-পাঞ্জাব।
           
      সুপ্রীম কোর্টের গঠন কোন দেশের সংবিধান থেকে নেওয়া ? 
      উঃ- আমেরিকা।
 
       কোন মামলায় সুপ্রীম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের একটিঅংশ হিসাবে রায় দেয় ?
       উঃ-কেশভানন্দ ভারতী মামলায়।
 

       সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে ? 

       উঃ- রাষ্ট্রপতি। 
     
       সুপ্রীম কোর্টের বিচারপতিগণ অবসরের পর পারেন না ?
       উঃ- স্বাধীনভাবে আইনের ব্যবসা করতে।
 
       সুপ্রীম কোর্টের পরামর্শ মানতে বাধ্য নন ?
       উঃ-রাষ্ট্রপতি। 
 
        সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতিরা নিযুক্ত হন ?
        উঃ-রাষ্ট্রপতির দ্বারা প্রধান বিচারপতির পরামর্শে।
 

      সুপ্রীম কোর্টের কোন বিচারপতিকে অপসারণ করতে পারেন ?
       উঃ-রাষ্ট্রপতি, পার্লামেন্টের সুপারিশ অনুযায়ী। 

     সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 
     উঃ-সংবিধানের দ্বারা । 

    সুপ্রীমকোর্টকে তার নিজের আদেশ পুনর্বিবেচনার অধিকার দেওয়া হয়েছে ? 
     উঃ- সংবিধানের অনুচ্ছেদ 137 অনুযায়ী।
 
    সুপ্রীমকোর্টের কোন বিচারপতিকে পদচ্যুত করা হয়েছিল?
    উঃ-বিচারপতি রামস্বামীকে ।
 
   সুপ্রীমকোর্ট "হিন্দুত্ব" ব্যাখ্যা দিয়েছিল ?
    উঃ-মনোহর যোশী কেসে।
 
   'Office of Profit' ব্যাব্যাখ্যা করেছে ?  
    উঃ-সুপ্রীমকোর্ট।

    সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে ?
     উঃ- রাষ্ট্রপতি।  
 
    সুপ্রীমকোর্টের প্রথম বিচারপতির নাম কী? 
    উঃ-এম ফতেমা বিবি।

   সুপ্রীমকোর্টের প্রথম প্রধান বিচারপতি নাম কী?
    উঃ-হীরালাল জে কানাইয়া।
 
   সুপ্রীমকোর্টের বিচারপতিদের নিয়োগ সংবিধানের কত নম্বর ধার‍ায়  
   আলোচিত হয়েছে উঃ-124.

    সুপ্রীমকোর্টের যে ধারা ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ
     উঃ-226

    সুপ্রীম কোর্টের কার্যাবলী কোন দেশের সংবিধান থেকে নেওয়া ? 

     উঃ-জাপান।



    অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে ?
    উঃ-হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট।

    অভিলেখ আদালত  কথাটি কোন আইন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে? 
    উঃ- ব্রিটিশ।

    ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি?
     উঃ- সুপ্রিমকোর্ট।
 
    রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে গেলে তা কোথায় শুরু করতে হয় ?
    উঃ-সংসদের যে কোনো কক্ষে।

    আন্তঃরাজ্য কাউন্সিল কে গঠন করেন?  
    উঃ-রাষ্ট্রপতি।

    হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায় কি প্রকারে ?  
    উঃ-অসদাচরণ বা অক্ষমতা প্রমাণিত হলে।

      
    ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা যায়?
    উঃ-পাঞ্জাব।

   মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিমকোর্ট কী জারি করে ?
   উঃ-রিট।
 
    ভারতের রাষ্ট্রপতি নিবাচন সংক্রান্ত বিবাদ মীমাংসা করার 
    দায়িত্ব কার হাতে থাকে ন্যস্ত ?
    উঃ-সুপ্রিমকোর্ট।
 

    সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের 
        বয়স কত ?

    উঃ-65 বছর।
  
    মিড টার্ম ইলেকশন কখন হয়
    উঃ-5 বছরের আগে লোকসভা বা বিধানসভা ভেঙ্গে
     গেলে।


   রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীকে কাদের মাধ্যমে নির্বাচিত হতে হয় ?
   উঃ-নির্বাচক মন্ডলির যে কোন ৫০ জন সদস্যের মাধ্যমে।
 
   হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজনানুসারে কে স্থির করেন ?
   উঃ-রাষ্ট্রপতি।
 
   ভারতের লোক আদালত কোথায় বসে ?
   উঃ-দিল্লি।
 
   কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল ?
   উঃ- 1973 সালে।
 
  সংবিধানের কোন ধারায় প্রত্যেক রাজ্যে হাই কোর্ট স্থাপনের কথা বলা 
   হয়েছে ?
   উঃ- 214 নং ধারা।
 
   মহকুমা স্তরে দেওয়ানি আদালত কোনটি ?
   উঃ-মুন্সেফ আদালত।
 
  রাষ্ট্রপতির ভাষণ কে তৈরী করেন ?
   উঃ-প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনট।
 
  হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন ?
   উঃ-62 বছর।
 
   কোন অঞ্চলকে তপশিলী অঞ্চল হিসাবে ঘোষণা করতে পারেন কে ?
   উঃ-রাষ্ট্রপতি।
 
  কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিবাদ দেখা দিলে তার মিমাংসা করেন কে ?
  উঃ-সুপ্রিমকোর্ট।
 
  কোন রাজ্যে সবচেয়ে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ?  
  উঃ- বাংলায়।
 
   বিচারপতি কে নিয়োগ করেন কে ?
   উঃ-উপরাষ্ট্রপতি।

   অভিলেখ আদালত  কথাটি কোন আইন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে ?
   উঃ-ব্রিটিশ।

   ভারতের প্রথম ভ্রাম্যমান আদালত কোন রাজ্যে শুরু হয় ?
   উঃ-হরিয়ানা।

   ভারতের কোন প্রধানমন্ত্রীর মন্ত্রীসভায় 2 জন উপ প্রধানমন্ত্রী ছিলেন ?
   উঃ- চরণ সিং ও জগজীবন রাম।

   কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিমকোর্টের রায় সংবিধানের কোন অনুচ্ছেদকে
    সবচেয়ে বেশী প্রভাবিত   করে ?
    উঃ-368 অনুচ্ছেদ।

   সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ সংবিধানের কত নম্বর ধারায় আলোচিত হয়েছে ?
    উঃ-124।

   কোন রাষ্ট্রপতি লোকসভার স্পীকার হয়েছিলেন ?
   উঃ-নীলম সঞ্জীব রেড্ডি।

   ভারতের প্রথম Acting P.M.কে হন ?
   উঃ-গুলজারিলাল নন্দ।

   প্রথম Acting president কে হন?
   উঃ-ভি ভি গিরি।

   প্রথম কোন উপরাষ্ট্রপতি পরে রাষ্ট্রপতি হন ?

   উঃ-ডঃ এস রাধাকৃষ্ণান ।

   ভারতের উপরাষ্ট্রপতি কাদের দারা নির্বাচিত হন ?
   উঃ-লোকসভা এবং রাজ্যসভার যুগ্ম অধিবেশনের উভয় সভার সদস্যদের দ্বারা।

   পশ্চিমবঙ্গে প্রথম কত সালে রাষ্ট্রপতি শাসন জারি হয়?
   উঃ-1968 সালের Feb মাসে।


    মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিমকোর্ট কী জারি করে ?
    উঃ-রিট।


   সুপ্রিমকোর্ট অথবা হাইকোর্টের মোট কটি প্রাথনাপত্র গ্রহণ করতে পারে ?
   উঃ-5টি।

   সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন, ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সংবিধানের কত 
   নম্বর ধারায় লিপিবদ্ধ আছে?
   উঃ-125   নম্বর ধারায়।

  হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি কোন ধারায় লেখা আছে।
  উঃ-217 ধারায়।

  জরুরী অবস্থা জারি করার জন্য সংবিধানে তিনটি ধারা কি কি ?
  উঃ-352,356,360ধারা।

  ভারতে লোক আদালত ব্যবস্থার রুপকার হলেন ?

  উঃ- সুপ্রীমকোর্টের প্রাক্তন বিচারপতিক পি এম ভগবতী। 

  সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত ?
   উঃ-65 বছর।

   ভারতীয় পালামেন্টের উচ্চকক্ষকে রাজ্যসভা বলে কেন ?
   উঃ-এইসভা রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে।

   সুপ্রিমকোর্ট কত নম্বর ধারা অনুসারে লেখ জারি জারির মাধ্যমে মৌলিক
   অধিকার বলবৎ করতে পারে ?
    উঃ-32।

    সুপ্রিম কোর্টের আপিল এলাকাঃ-

    উঃ-1.সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল এলাকা,2. দেওয়ানি আপিল এলাকা, 
     3.ফৌজদারি আপিল এলাকা, 4. বিশেষ অনুমতির মাধ্যমে আপিল এলাকা।


     

  

Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?