সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে ?

   



    সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে ?
    উঃ- ভারতীয় সংবিধানের 352-360 ধারায় জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে।  


    সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপ সাধন এবং এর যে কোনো                  ধরনের প্রয়োগ নিষেধ করা হয়েছে ?

    উঃ- 17 নং ধারা।

      ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে ?

      উঃ-11টি।

 

     সংবিধান অনুসারে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে জমা দেবেন ?

     উঃ-উপ-রাষ্ট্রপতিকে।

   

      ভারতবর্ষে কোন রাজ্যে পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়েছিল?

     উঃ-রাজস্থান,গুজরাট।

   

      ভারতবর্ষে পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় ? 

      উঃ-1959 সালে ।

  

     কততম সংবিধান সংশোধনে মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয় ?

     উঃ-42তম।

 

     নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

     উঃ-আয়ারল্যান্ড।

 

     ভারতীয় সংবিধানের কত নং ধারায় মৌলিক কর্তব্যগুলি 

     লিপিবদ্ধ আছে ?

     উঃ-51-A নং ধারায় (Part IV-A)।

  

    কোন পদ্ধতিতে  ভারতের রাষ্ট্রপতিকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই 

    অপসরণ করা যায়?

    উঃ-ইমপিচ্মেন্ট।

 

    ভারতের  সংবিধান প্রদও নাগরিকত্ব হল - 

    উঃ-একক নাগরিকত্ব।

  

    ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন বিষয়টি নেই ?

    উঃ-ফেডারেল।

 

    অর্থবিল ছাড়া বাকি বিলগুলি পার্লামেন্টের প্রত্যেক সভায় কতবার করে পড়া হয়?

    উঃ-তিনবার ।

   

    অর্থবিলকে রাজ্যবিধান সভায় পেশ করা যায় ?

    উঃ-আইনসভার অধ্যক্ষের অনুমতি নিয়ে।

 

    পঞ্চায়েতরাজ ব্যবস্থার সুপারিশ ছিল -

    উঃ-বলবন্তরাই মেহেতা কমিটি রিপোর্টে, 1957 -এ।


    যোজনা কমিশনের সভাপতি কে?

     উঃ-প্রধানমন্ত্রী।


    ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কবে গৃহীত হয় ?

    উঃ-1949 সালের 27 অক্টোবর ।

 

    মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

    উঃ-মার্কিন সংবিধান ।

 

    সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে ?

     উঃ- ভারতীয় সংবিধানের 352-360 ধারায় জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে।


    ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় স্বীকৃত?

    উঃ- ভারতীয় সংবিধানের 326 ধারায় ভোটদানের অধিকারকে স্বীকৃতি দেওয়া হোয়েছে।

 

   ভোটদানের অধিকার  কী ধরনের অধিকার ?

   উঃ-রাজনৈতিক।


   রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?

   উঃ-12 জন।

  

   রাজ্যসভার সভাপতি কে ?

  উঃ-ভারতের  উপরাষ্ট্রপতি।


 ভারতের  সংবিধান হল -

  উঃ-পৃথিবীর মধ্যে বহত্তম।


   সংসদ গঠিত হয় -

   উঃ-লোকসভা ,রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে।

 

  একটি গ্রামে সর্বনিম্ন কতজন লোক  থাকলে তবে তা পঞ্চায়েত হয় ?

  উঃ-২০০০জন।

 

   রাষ্ট্রপতির ইমপিচ্মেন্ট বা কার্যকাল সমাপ্ত হওয়ার পূর্বে অপসারণের কথা 

   কোন ধারায় উল্লেখ আছে ?

   উঃ-61নম্বর ধারায়।


   রাষ্ট্রপতি কী ধরনের ভোটের মাধ্যমে নির্বাচিত হন ?

   উঃ-একটি করে হস্তান্তর যোগ্য ভোটের মাধ্যমে।

 

   ভারতীয় সংবিধানের কোন অধ্যায়কে বিশেষজ্ঞ কর্তৃক "সংবিধানের আত্মা"

   বলা হয়ে থাকে ?

   উঃ-প্রস্তাবনা


   নবম ধারা সংবিধানে যোগ করা হয় কততম সংবিধান অনুসারে ?

   উঃ-প্রথম সংশোধন ।

 

    ভারতীয় সংবিধানের কোন PART টি  কেন্দ্রশাসিত  অঞ্চল সর্ম্পকিত ?

    উঃ-Part-8।

    ভারতের হাইকোর্টের প্রাধান বিচারপতি কে নিয়োগ করেন ?

    উঃ- রাষ্ট্রপতি।

 

   সংসদ ভবনের পূর্ব নাম কী ?

   উঃ-চেম্বার অফ প্রিন্সেস।


   সংসদে গৃহীত কোন দুটি বিলে  রাষ্ট্রপতি তার সম্মতি দিতে বাধ্য ?

   উঃ-অর্থবিল ও সংশোধনী বিল ।


   কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক কী নামে পরিচত?

   উঃ-লেফটেন্যাণ্ট গভর্নর ।

   

  ভারতের প্রথম সাধারণ নির্বাচন ডাকা হয় ?

  উঃ-1951-1952 সালে।

  কোন সংবিধান সংশোধনীকে বলা হয় সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ ?

  উঃ-42 তম সংশোধনী।


  কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যেতে পারে যদি -

  উঃ-রাজ্যপালের মতে ,রাজ্যে সংবিধানযন্ত্র ভেঙে পড়েছে এমন হয়।


   "Hung Parliament" কী ?

   উঃ-একটি সংসদ যেখানে কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই।

 

   Protem Speaker এর কাজ কী ?

   উঃ-সদস্যদের শপথবাক্য পাঠ করানো এবং নিয়মিত স্পীকার নির্বাচিত না 

    হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা ।


     Public Accounts Committee বা "জন-হিসাব রক্ষা কমিটি " কোথায় রিপোর্ট পেশ করে ?

    উঃ-লোকসভার স্পীকারের কাছে ।

 

    পঞ্চায়েতসমিতি  কী?

    উঃ-ব্লকস্তরের পঞ্চায়েত ব্যবস্থা।


    কোন রাজ্যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূ্ত্রপাত হয় ?

    উঃ-রাজস্থান।

সংবিধানের 61 তম সংশোধন

    ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন কে ?

    উঃ-রাষ্ট্রপতি।

 

   অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ কত ?

   উঃ-যতদিন রাষ্ট্রপতি ইচ্ছা করেন ।

 

   Attorney General এর ক্ষমতা -

   উঃ-  ভারতের অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক সর্বোচ্চ পদাধিকারী।  

 

     সংবিধান অনুযায়ী Discretionary Power কে ভোগ করেন ?

     উঃ- রাজ্যপাল।

  

     অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরৎ পাঠাতে হয় ?

     উঃ-14দিনের মধ্যে।

 

    লোকসভায় Casting Vote প্রদানের ক্ষমতা কার রয়েছে ?

    উঃ-স্পীকার।

 

     রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা  কী ?

     উঃ-বিল বাতিল করার ক্ষমতা।

     

     কোন আর্টিকেল অনুসারে হাইকোট "লেখ" জারি করতে পারে ?

     উঃ-226।

   

     প্রথম সংবিধান সংশোধনী আইন কবে পাশ হয়েছিল ?

    উঃ-1951 সালে।

     

    


Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?