জোয়ার ভাঁটা হতে কী শক্তি উৎপন্ন হয় (psc gk part 17)

       জোয়ার ভাঁটা থেকে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে ।যেমন - জোয়ার কয় প্রকার -দুই             প্রকার ,মুখ্য ও  গৌণ ,একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?12 ঘন্টা 26                   মিনিট। কোন কোন তিথিতে মরা জোয়ার হয়-কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে।কোন কোন                 তিথিতে ভরা জোয়ার হয়- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।বাণডাকা কোন জোয়ারের সঙ্গে যুক্ত- ভরা           জোয়ার । কোন ঋতুতে  বাণ ডাকে -বর্ষাকালে।জোয়ার ভাটা খেলে এমন একটি নদীর নাম  কি -             হুগলি । জোয়ার ভাঁটা হতে কী শক্তি উৎপন্ন হয় -বিদূৎ শক্তি।জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান           কত ? - প্রায় 6 ঘন্টা। সিজিগি বলতে  কী বোঝায় - পৃথিবী ,চাঁদ ও সূর্ষ একই সরলরেখায় অবস্থান               করলে প্রবল জোয়ার ও প্রবল ভাটার সৃষ্টি হয় । এরুপ অবস্থাকে সিজিগি বলে ।জোয়ার ভাটার মূল           কারণ কি - চাঁদ ও সূর্ষের আকর্ষণ । ভারতবর্ষে কোন উপকু্লে 'জোয়ার শক্তি '(tidal                                    power)উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে ?- গুজরাট উপকূলে।কোন কোন সাগরে              জোয়ার ভাটা হয় না  - ভূমধ্যসাগর ও বাল্টিক সাগরে।

       

      জোয়ার ভাঁটা হতে কী শক্তি উৎপন্ন হয় 

                   উঃবিদূৎ শক্তি।

         গ্রীনিচ মধ্যরেখার আরেকটি নাম কি ?

         উঃ-জুলু টাইম ।

   

         পৃথিবী সূ্র্যের সবচেয়ে কাছে আসে ?

         উঃ-শীতকালে।

   

         পৃথিবী ও সূ্র্যের মধ্যে দূ্রত্ব সবচেয়ে বেশী হয় ?

         উঃগ্রীষ্মকালে।

    

         আর্ন্তরজাতিক  তারিখরেখা - শুধুমাত্র সমুদ্রপৃষ্ঠের ওপর টানা হয়েছে।

    

         জীব বৈচিত্র্য আইন কবে পাশ হয়েছে ?

         উঃ-2002 সালে।

    

         জীব বৈচিত্র্য সমূদ্ধ দেশ কোনটি ?

         উঃ- জাপান

     

         পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশী মালভূমি আছে ?

         উঃ- পুরুলিয়া।

    

         কোন রাজ্যের মালভূমি অঞ্চলকে মালনাদ বলে ?

         উঃ- কর্ণাটক।

    

          চাপ্পর মেলা হয় -পাঞ্জবে 

    

        দুটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?

         উঃ-24 ঘন্টা 52 সেকেন্ড।

    

         'তিরিচ মীর' পর্বত  কোন দেশে অবস্থিত ?

          উঃ-পাকিস্থান 

    

         ভারতের উচ্চতম মালভূমি কোনটি ?

         উঃ-লাদাখ মালভূমি।

    

         কোন হিমালয়ে তাল দেখা যায় ?

         উঃ-কুমায়ুন হিমালয়ে।

    

         রোহি কি ?

         উঃ-আরাবল্লী  পর্বত ও থর মরুভূমির মধ্যবর্তী উর্বর জমি।

    

        ভাঙ্গর কি ?

        উঃ-পু্রানো পলিমাটি দ্বারা গঠিত সমভূমি।

   

        খাদর কি ?

        উঃ-নদীতীরের নতুন পলিগঠিত উর্বর  সমভূমি।

   

       বেট কোথায় দেখা যায় ?

       উঃ-পাঞ্জাব সমভূমির নদীতীরবর্তী স্থানগুলিতে।

   

       সিজিগি বলতে  কী বোঝায় ?

       উঃ-পৃথিবী ,চাঁদ ও সূর্ষ একই সরলরেখায় অবস্থান করলে প্রবল জোয়ার ও প্রবল ভাটার সৃষ্টি             হয় । এরুপ অবস্থাকে সিজিগি বলে।

 

       মাউন্ট আবু কোন পর্বতের শৃঙ্গ ?

       উঃ-আরবল্লী পর্বত।

   

       মলয়াদ্রি কাকে বলে ?

       উঃ-পূর্বঘাট পর্বতশ্রেণীকে।

   

       কোন অঞ্চলটি ভারতের শস্য ভান্ডার নামে পরিচিত ।

       উঃ-উত্তরের সমভূমি অঞ্চল।

    

       গেঁওয়া কাঠ কি কাজে লাগে ?

       উঃ-এই কাঠ থেকে প্যাকিং দেশলাই ও পেনশিল তৈরী হয়।

   

      কি ধরনের মাটি পান চাষের উপযোগী ?

      উঃ-কালো রঙের কাদামাটি।

   

      রেতি কাকে বলে ?

      উঃ-ভাগীরথী নদীর দুই পাড়ে জমে ওঠা নদীর পলিমাটিকে ।

   

      কৌশিকী কোন নদীর শাখানদী ?

      উঃ-দামদর ।

   

      ডালহৌসি কি ?

      উঃ-সুন্দরবন অঞ্চলের একটি দ্বীপ।

   

      বাগড়ী অঞ্চল কাকে বলে ?

      উঃ-ভাগীরথীর পূর্ব দিকের অংশকে।

   

      কোন গাছের পাতা থেকে নাইট্রজেন সার উৎপাদন করা হয় ?

      উঃ-গর্জন ।

  

     কোন শহরকে কলকাতার কামারশালা বলা হয় ?

     উঃ-হাওড়া।

  

     কোন অঞ্চল ভারতের শেফিল্ড নামে খ্যাত ?

     উঃ-হুগলী শিল্পাঞ্চল।

  

     ভারতবর্ষে কোন উপকু্লে 'জোয়ার শক্তি '(tidal power) উৎপাদনের 
     সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে ?

     সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে ?

     উঃ- গুজরাট উপকূলে।

  

     রাঢ় অঞ্চলের প্রাধান নদ কি ?

     উঃ- দামোদর।

  

     মামা ভাগ্নে পাহাড়টি কোন শিলা দ্বারা গঠিত ?

     উঃ- গ্রানাইট শিলা।

 

     ভূটানের দরজা কাকে বলে ?

     উঃ- জলপাইগুড়িকে।

  

    থর মরুভূমি কোন দুটি দেশে অবস্থিত ?

    উঃ- ভারত ও পাকিস্থান।

  

    ভারতের পূর্ববর্তী নদী(Antecedent River) কোনগুলী ?

    উঃ-শতদ্রু , ব্রক্ষপুত্র ,ও সিন্ধু।

  

    কোথায় গঙ্গা  নদী অলোকনন্দার সাথে মিলিত হয়েছে ?

    উঃ-দেবপ্রয়াগ।

  

    কোন পর্বতশ্রেণী 'বসুধার ধবলশীর্ষ' নামে খ্যাত ?

    উঃ-কারাকোরাম।

 

    ভারতের কোন অঞ্চলকে  বলা হয় 'ল্যান্ড অফ মেরিগোল্ড' ?

    উঃ-আন্দামান ।


    ভারতের কোন রাজ্যে অষ্টমুড়ি হ্রদ অবস্থিত ?

    উঃ-কেরালা।

  

    ভারতের কোন রাজ্য অর্কিডের জন্য বিখ্যাত ?

    উঃ-সিকিম।

 

    জোয়ার ভাটার মূল কারণ কি ?

    উঃ-চাঁদ ও সূর্ষের আকর্ষণ ।

  

    দুন বলতে কি বোঝায় ?

    উঃ-গ্রস্ত উপ্যতকা।

 

    ভারতের লাভা মালভূমি কোনটি ?

    উঃ-ডেকান ট্রাপ।

 

    সিকিমের প্রধান নদী কি ?

    উঃ-রঙ্গিত।

  

    ভারতের কোন রাজ্যের প্রধান ভাষা 'লিম্বু' ?

    উঃ-সিকিম ।

  

    ঝুম চাষকে কেরলায় কি বলা হয় ?

    উঃ-পোনম।

  

    'ফেনি' বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

     উঃ-আন্দামানে।

 

     কোন কোন সাগরে জোয়ার ভাটা হয় না ?

     উঃ-ভূমধ্যসাগর ও বাল্টিক সাগরে।

   

     পিট্টি পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

     উঃ-লাক্ষাদ্বীপ।

  

     ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত প্রাধান দ্বীপটির নাম কি ?

     উঃ-রামেশ্বরম।

   

    বেলেপাথর কি ধরনের পাথর ?

    উঃ-রূপান্তরিত ।

 

    ব্রজের দেশ কাকে বলা হয় ?

    উঃ-ভূটান ।

 

    কোন গাছ থেকে লাক্ষা পাওয়া যায় ?

    উঃ-পলাশ।

  

    পাঞ্জাবের সমভূমিকে স্থানীয় ভাষায় কি বলে ?

    উঃ-ধ্যায়া।

  

    'গদ্দি' উপজাতির মানুষ কোন রাজ‍্যের মানুষ ?

     উঃ-হিমাচল প্রদেশের বাসিন্দা।

  

    চেঞ্চু উপজাতির মানুষ কোন রাজ্যে বসবাস করেন ?

    উঃ-অন্ধ্র প্রদেশ।

 

    কোন অঞ্চল ভারতের শস্য ভান্ডার নামে খ্যাত ?

    উঃ-ভারতের সমভূমি।

  

   সিমেন্ট শিল্পের মূল কাঁচামাল কি ?

   উঃ- চূণাপাথর ।

  

   মাউন্ট আবু কোন পর্বতের শৃঙ্গ ?

   উঃ-আরাবল্লী।

 

   কোন রাজ্যের আলফানসো আম বিখ্যাত ?

   উঃ-মহারাষ্ট্র।

  

   কোয়েল কারো জলবিদ্যূৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?

   উঃ- ঝাড়খন্ড।


   ধারিওয়াল কিসের জন্য বিখ্যাত ?

   উঃ-উলবস্ত্র।


   তুন্দ্রা আবহাওয়া কোথায় দেখা যায়?

   উঃ-আইসল্যান্ড।

 

   কোন নদী রেবা নামে পরিচিত ?

   উঃ- নর্মদা।

 

   মরু অঞ্চলের মাটিতে কোন রাসায়নিক পদার্থ কম থাকে ?

   উঃ- নাইট্রোজেন।

 

   আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

   উঃ- স্যাডল পিক ।

 

   মামা ভাগ্নে পাহাড়টি কোন শিলা দিয়ে গঠিত ?

   উঃ-গ্রানাইট।

  

   টুং গাছের ফল থেকে কি তৈরী হয় ?

   উঃ- বার্নিশ।

 

   ভারতের কোন রাজ্যটি চারদিক থেকে ভূমি পরিবেষ্টিত ?

   উঃ- ঝাড়খন্ড।

 

   ভারতের কোথায় টিন পাওয়া  যায় ?

   উঃ- ঝাড়খন্ডে।


   ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী প্রজাতির ফুল পাওয়া যায় ?

   উঃ- সিকিম।

 

   এসকার কি ? 

   উঃ- শৈলশিরা ।

  

   বার্খান কি ? 

   উঃ- চলনশীল বালিয়াড়ী।

  

   বায়ুর কোন কার্যের ফলে বালিয়াড়ী সৃষ্টি হয় ?

   উঃ-সঞ্চয় ।

   

               লাইকেন কি -

   গঙ্গা ব- দ্বীপ অঞ্চলের গড় উচ্চতা কত ?

   উঃ-25 মিটার ।

  

   কোন নদীর দক্ষিণ ভাগের নাম চূর্ণী ?

   উঃ-মাথাভাঙ্গা।

Post a Comment

0 Comments

pscgk

           Ad-hoc বিচারপতিদের নিয়োগ করতে পারেন ?